Øইংরেজিতে পত্র দেয়ার জন্য প্তজ্ঞাপন, অফিস আদেশ এবং অফিস স্মারক টেমপ্লেট্রের মাধ্যে
Øডাক নিজে আপলোড করে প্রেরণ করে সেই ডাক ফেরত আনা হলে ডাকে দেখা যাবে।
Øনতুন অনুচ্ছেদে সংযুক্তির কাস্টম নাম দিয়ে সংরক্ষণ করা হলে কাস্টম নামসহ দেখাবে।
Øপত্র প্রেরণের সময় মোবাইল নম্বরে মেসেজ দেওয়ার অপসন তৈরি করা হয়েছে। এই ক্ষেত্রে পত্রের খসড়া তৈরির সময় প্রাপকের মোবাইল নম্বর দিয়ে সংশ্লিষ্ঠ মেসেজ দেওয়া যাবে। প্রাপক ই-মেইলে সংশ্লিষ্ট পত্রটি এবং মোবাইলে মেসেজ যাবে।
Øবাংলা বানান নিরীক্ষক (Spell Checker) অর্ন্তভূক্ত করা হয়েছে। কোন শব্দের বানান নিরীক্ষা করতে হলে, সংশ্লিষ্ট শব্দের উপর কার্সর রেখে ডান বাটন ক্লিক করলে সিস্টেম ইউজারকে সঠিক শব্দটি সাজেশন দিবে।
Øনথি সংক্রান্ত মাসিক ও পাক্ষিক রিপোর্ট নথির লগইন পেজ এ পাওয়া যাবে।
Øগুগল ক্রোম ব্রাউজার ছাড়া অন্য ব্রাউজারে লগ ইন করতে গেলে সিস্টেম ইউজারকে বাধা দিবে।
Øদপ্তর বাটন থেকে ইউজারের ছুটিকালীন প্রতিকল্প হিসেবে একাধিক ব্যক্তিকে যুক্ত করতে পারবেন। সংশ্লিষ্ট কর্মকর্তার প্রোফাইল ব্যবস্থপনায় গিয়ে ছূটির মেয়াদ নির্ধারণ করে দিলে সংশ্লিষ্ট কর্মকর্তার পদটি ছুটিকালীন সময়ের জন্য প্রতিকল্প কর্মকর্তার কাছে চলে যাবে।
Øইংরেজিতে পত্র দেয়ার জন্য প্তজ্ঞাপন, অফিস আদেশ এবং অফিস স্মারক টেমপ্লেট্রের মাধ্যে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস